গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১০ টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
আর সাধারণ সম্পাদকসহ ১২ পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (৩০ মে) ভোটগ্রহণের পর শুক্রবার (৩১ মে) এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আছলাম হোসেন ।
ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ীরা হলেন, সভাপতি এডভোকেট রফিক উদ্দিন আহমেদ, সহসভাপতি দিনেমার ইসলাম, সহসাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মহিলা সম্পাদক জিনাত রত্না, সদস্য মাসুদ, মামুন, আল আমিন, নাবিল আশিক, সেলিনা আক্তার ও ফারহানা আক্তার।
আর বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ীরা হলেন, সহসভাপতি হাসিনা আক্তার বিথী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ রাশেদ খান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক টিটু, অডিটর আল আমিন, লাইব্রেরী সম্পাদক সবুজ মিয়া সাজু, ক্রীড়া সম্পাদক বেনজির আহমেদ, সদস্য নাজমুল হাসান, লুতফর রহমান, রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা ও রেবেকা আক্তার।
৩১ মে, ২০২৪ - কালের কণ্ঠ(আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর)