সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য
ক) সকল সদস্যের পেশাগত শ্রেণীর অধিকার ও স্বার্থ সুরক্ষা করা।
খ) আইনজীবি সমিতির মর্যাদা ও স্বাধীনতা সংরক্ষণ ও সমুন্নত রাখা এবং পেশাগত শ্রেণীভূক্ত হিসাবে আদালত, দফতর ও অন্যান্য স্থানে যে কোন সদস্যের মর্যাদা রক্ষার প্রতি দায়িত্ব পালন করা।
গ) সমিতির সকল সদস্যের সাধারণ দক্ষতা, মর্যাদা এবং পেশাগত আচরণ ও সংশ্লিষ্ট বিষয়াদী উন্নয়নের প্রতি যতœ সহকারে পদক্ষেপ নেয়া। যেমন প্রতি বৎসর পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আচরণগত বিষয়াদী নিয়ে ড়ৎরবহঃধঃরড়হ এর ব্যবস্থা করা।
ঘ) সদস্যগণের যে কারো পেশাগত অসদাচরণের মুলোৎপাটন করা।
ঙ) আদালত ও সংশিষ্ট সকল দফতরের দুর্নীতির মুলোৎপাটন করা।
চ) দালাল ও ফটকাদের মুলোৎপাটন করা।
ছ) আইনের শাসন মর্যাদা রক্ষা ও সমুন্নত করার জন্য সকল প্রকার প্রচেষ্টা চালানো।
জ) উন্নত ও সুন্দর সমাজের জন্য যখন যে রূপ প্রয়োজন, সে রূপ কাজ বা কার্যাবলী সম্পাদন করা।
ঝ) সমিতির লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি কার্যকরী ব্যবস্থা নেয়া।
22 Jun 2025
27 May 2025
14 May 2025
04 Feb 2025
15 Jan 2025
09 Jan 2025
22 Oct 2024
27 Aug 2024
06 Aug 2024