You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

Mission & Vision

Mission & Vision

সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য

ক) সকল সদস্যের পেশাগত শ্রেণীর অধিকার ও স্বার্থ সুরক্ষা করা।

খ) আইনজীবি সমিতির মর্যাদা ও স্বাধীনতা সংরক্ষণ ও সমুন্নত রাখা এবং পেশাগত শ্রেণীভূক্ত হিসাবে আদালত, দফতর ও অন্যান্য স্থানে যে কোন সদস্যের মর্যাদা রক্ষার প্রতি দায়িত্ব পালন করা।

গ) সমিতির সকল সদস্যের সাধারণ দক্ষতা, মর্যাদা এবং পেশাগত আচরণ ও সংশ্লিষ্ট বিষয়াদী উন্নয়নের প্রতি যতœ সহকারে পদক্ষেপ নেয়া। যেমন প্রতি বৎসর পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আচরণগত বিষয়াদী নিয়ে ড়ৎরবহঃধঃরড়হ এর ব্যবস্থা করা।

ঘ) সদস্যগণের যে কারো পেশাগত অসদাচরণের মুলোৎপাটন করা।

ঙ) আদালত ও সংশিষ্ট সকল দফতরের দুর্নীতির মুলোৎপাটন করা।

চ) দালাল ও ফটকাদের মুলোৎপাটন করা।

ছ) আইনের শাসন মর্যাদা রক্ষা ও সমুন্নত করার জন্য সকল প্রকার প্রচেষ্টা চালানো।

জ) উন্নত ও সুন্দর সমাজের জন্য যখন যে রূপ প্রয়োজন, সে রূপ কাজ বা কার্যাবলী সম্পাদন করা।

ঝ) সমিতির লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি কার্যকরী ব্যবস্থা নেয়া।